• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৪ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৪ (11-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

চতুর্থ শিল্প বিপ্লব ও বিশ্বায়নের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ তারুণ্যের উপরই নির্ভর করছে: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

২৮ আগস্ট ২০২৩ সকাল ১১:৫৫:১৫

চতুর্থ শিল্প বিপ্লব ও বিশ্বায়নের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ তারুণ্যের উপরই নির্ভর করছে: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘের সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লব ও বিশ্বায়নের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ তারুণ্যের উপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, আরও উপস্থিত ছিলেন রাবি সহযোগী অধ্যাপক মো. ইমরান হোসেন, আল ইমরানসহ আরউইমুনার সংগঠক ও ছায়া সম্মেলনের প্রতিনিধিবর্গ।

প্রফেসর ড. মো. শাহ্ আজম তার বক্তব্যে বলেন, প্রযুক্তি ও যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন ও বিশ্বায়নের প্রভাবে মানুষের জীবনযাত্রা, অভ্যাস, রুচি, পছন্দ, নিত্য অপরিহার্য গ্রহণ-বর্জনসহ ব্যবসায়, অর্থনীতি, সমাজ এমনকি রাষ্ট্রীয় কার্যক্রম ও অগ্রাধিকারেও বিশেষ পরিবর্তন লক্ষণীয়। ব্যবসায় ও বাণিজ্যের সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও আন্তর্জাতিক ক্ষেত্রে দাপুটে অংশগ্রহণ নতুন পরিস্থিতি মোকাবেলায় গ্রহণযোগ্য কৌশল। তবে জাতীয় স্বার্থ ও সাংস্কৃতিক মূল্যবোধকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক হওয়া অগ্রহণযোগ্য বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি আরও বলেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ ব্যতিরেকে আন্তর্জাতিক অংশগ্রহণ উন্নয়ন সূচকে অর্থনৈতিক উন্নতির পরিচায়ক হলেও তা আনন্দদায়ক নয়। তা শুধু  অর্থ-বিত্তের নির্দেশক, সুখ সেখানে অনুপস্থিত।

সমাজের সংকটে সম্পদে যুব সমাজের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লব ও বিশ্বায়নের এই অভিঘাত মোকাবেলা বাংলাদেশ তারুণ্যের উপরই নির্ভর করছে। তরুণদের নিষ্ঠা এবং দায়িত্বশীল আচরণ গড়তে পারে সমৃদ্ধ বাংলাদেশ।

উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন (আরইউমুনা) আয়োজিত নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৩ শীর্ষক তিনদিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলনটি ২৪ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট শেষ হয়। সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ