• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৮:৪৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৮:৪৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আন্দোলনের নামে অস্ত্র তুলে দিলে তা বরদাস্ত করা হবে না: কামরুল ইসলাম

২৭ আগস্ট ২০২৩ রাত ০৯:৪২:১৪

আন্দোলনের নামে অস্ত্র তুলে দিলে তা বরদাস্ত করা হবে না: কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সেপ্টেম্বরে আন্দোলন শক্তিশালী করার নামে জঙ্গি ও ছাত্রদলের হাতে বিএনপি অস্ত্র তুলে দিলে তা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম।

২৭ আগস্ট রোববার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই একই শক্তি আজ তাদের বিদেশি বন্ধুদের সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তারা দেশকে ফের অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়।

তিনি জিয়াউর রহমান কে উদ্দেশ্য করে বলেন, এমন কোন কাজ নেই তিনি করেনি। একাত্তরের ঘাতকদের সাথে একাত্ম হয়ে খুনী মোস্তাক, ফারক, রশিদ, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করেছে জয় বাংলা স্লোগান পাল্টে বাংলাদেশ জিন্দাবাদ বানিয়েছে। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।

উপজেলার কালিন্দী ইউনিয়নের একটি পার্টি সেন্টারে কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বক্তব্য প্রদান করেন।

কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক হামিদা বেগম লতার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, যুবলীগ সভাপতি মনির হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০