• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৬:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৬:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গবন্ধুকে নিয়ে সর্বত্র চর্চা বাড়াতে হবে: বিচারপতি ইনায়েতুর রহিম

২৭ আগস্ট ২০২৩ সকাল ১১:৫৯:৫৭

বঙ্গবন্ধুকে নিয়ে সর্বত্র চর্চা বাড়াতে হবে: বিচারপতি ইনায়েতুর রহিম

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, জয় বাংলা শ্লোগান নিষিদ্ধ করা হয়েছিল। বহু ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সম্মানিত স্থানে বসানো হয়েছে। দুঃখজনক হলেও সত্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহু আলোচনা, সেমিনার বক্তব্য হয় কিন্তু চর্চা কম হয়। বঙ্গবন্ধুর চর্চা নিয়ে আমাদের মধ্যে এখনও ঘাটতি রয়েছে। আমরা বঙ্গবন্ধুকে জানতে পারবো, যদি তার রাষ্ট্রীয় দর্শন গভীরভাবে বিশ্লেষণ করা যায়।

২৬ আগস্ট শনিবার সকাল ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রংপুর বিভাগের সহযোগিতায় ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু-আলোচনা ও চর্চা’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত ইতিহাসবিদ ১৯৭১ গণহত্যা, নির্যাতন, আর্কাইভ ও বঙ্গবন্ধু যাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন সমন্ধে যে জ্ঞান অর্জন করলাম তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তিনি স্মরণ করেন, ‘১৯৭৭ সালের এই দিনাজপুর কারাগারে আমি ফাঁসির কক্ষে বন্দি ছিলাম। মুক্ত হওয়ার পর যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে তার বাসায় নিয়ে গিয়েছিলেন, আজকের এই অনুষ্ঠানের একক আলোচক বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর পিতা সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এম. আব্দুর রহিম। তিনি আমাকে পিতৃতুল্য ভালোবাসা দিয়ে আবদ্ধ করেছিলেন। তার সন্তানের মুখেই সত্য সুন্দর বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছি।’

এতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ-সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে ও গণহত্যা যাদুঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক চৌধুরী শহীদ কাদেরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী সাধারণ সম্পাদক  মুর্শিদা বিনতে রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০