• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে যাত্রীবাহী অটোভ্যান উল্টে নিহত ১, আহত ১১

২৬ আগস্ট ২০২৩ দুপুর ০২:১৭:৩০

ঈশ্বরদীতে যাত্রীবাহী অটোভ্যান উল্টে নিহত ১, আহত ১১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে আবির হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।

২৫ আগস্ট শুক্রবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দড়গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর এলাকার আব্দুল মজিদ হাজির ছেলে। সে দশম শ্রেণির ছাত্র ছিল। আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরবেলা পেয়ারা বাগানে কাজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে সলিমপুরের বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক জিগাতলা যাচ্ছিল। পথে দাশুড়িয়ার দরগাবাজার অতিক্রমকালে আকস্মিক এক বৃদ্ধ রাস্তা পাড় হওয়ার সময় ভ্যানের সামনে পড়ে। এ সময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে ভ্যানটি উল্টে যায় এবং সকল যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আবির পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ