• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩০:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩০:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে কাটা পড়ে বিচ্ছিন্ন হলো অটো চালকের পা

১৯ আগস্ট ২০২৩ সকাল ০৯:৫৫:৪৭

কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে কাটা পড়ে বিচ্ছিন্ন হলো অটো চালকের পা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশায় চালকের পা। দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশাটি।

১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ লোকজন গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে রাখে।

আহত অটোরিকশা চালকের নাম মাহবুর রহমান। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মন্ডল জানান, চালক মাহবুর অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় লালমনিরহাট বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রেনের নিচে পড়ে অটোরিকশা চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কাউনিয়া রেল স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান সকাল-সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টা ডিউটি করে। এরপর সেখানে গেটম্যান থাকে না। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার করে।

তিনি বলেন, অসাবধনতায় রেলগেট পার হওয়ায় সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের পা বিচ্ছিন্ন হয়েছে। গেটম্যানের দাবিতে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে। এতে রেল লাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। পরে ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০