• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৫:০৮

রাজাপুরে জাতীয় শোক দিবস পালন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়িত্বসায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন।

পরে উপজেলা প্রশাসন, রাজাপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা,ফায়র সার্ভিসসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়মে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে ভাচুর্য়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও  ১৪ দলের সমন্নয়ক আলহাজ্ব আমির হোসেন আমু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেরা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ দলীয় বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা।

অপরদিকে দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।

প্রধান বক্তা উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষযক সদস্য এম মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফাতিনাজ ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

বিকেলে উপজেলার ডাকবাংলো মোড় সংলগ্নে দলীয় কার্যলয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে ১৪ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি হারুনের উদ্যোগে কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স জামে মসজিদে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ