• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫০:৫১ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫০:৫১ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৪ আগস্ট ২০২৩ রাত ০৮:৩৯:০৯

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়া মাদ্রাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১৩ আগস্ট সোমবার দিবাগত রাতে ১ টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম মো.সুলতান মাহামুদ (১২)। সে কাপ্তাই আল-আমিন নূরিয়া দাখিল মাদরাসা ও শিশু সনদ এতিমখানার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে ওই মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো।

কাপ্তাই আল-আমিন দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর ও শিক্ষার্থীরা জানান, গত রোববার বিকেল ৫ টায় নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদরাসা ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে স্থানীয় কাপ্তাই নতুনবাজার ফার্মেসিতে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় রাতেই চট্রগ্রাম মেডিকেল হাসপালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, অসাবধানতাবশত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হবে এবং তদন্ত হবে।

নিহত শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন চট্রগ্রাম মহানগর এর অক্সিজেন ব্যাপারী পাড়ার মুন্নি কমিশনারের বাড়ীতে বসবাস করে। সেখানে সোমবার তার দাফন সম্পন্ন হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১