• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুর তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০২৩ সকাল ১১:৪২:১৪

রংপুর তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: ঢাকা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত রংপুর তানযীমুল উম্মাহ মাদরাসার তিন শাখায় তিন দিনব্যাপী পৃথকভাবে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিন ধাপ চেকপোস্ট খলিপাপাড়া শাখা তানযীমুল উম্মাহ মাদরাসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

১২ আগস্ট শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তানযীমুল উম্মাহ হাজী পাড়া সেকশনের  হিফজ মাদরাসার অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাধিকবার স্বর্ণ পদকপ্রাপ্ত ইমাম ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রিন্সিপাল, কুড়িগ্রাম আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত এবং ১৩ আগস্ট রোববার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তানযীমুল উম্মাহ হাজীপাড়া মাদরাসার গার্লস এন্ড প্রি হেফজ সেকশনের অনুষ্ঠিত তৃতীয় দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সৈয়দপুর সোণাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার।

এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডকুমেন্ট উপস্থাপন, পবিত্র কোরআন তিলওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ এবং দো’য়ার মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠান। এই তিন প্রতিষ্ঠানের মোট এক হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদরাসার রংপুর শাখার প্রিন্সপাল মুহতারাম মুহাম্মদ মহি উদ্দিন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯