• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৮:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৮:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কেরানীগঞ্জের নরুন্দি সড়ক এখন মৃত্যুফাঁদ!

১২ আগস্ট ২০২৩ বিকাল ০৩:০৩:০০

কেরানীগঞ্জের নরুন্দি সড়ক এখন মৃত্যুফাঁদ!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ম্যানহোলের (সুয়ারেজের ড্রেন) ঢাকনা না থাকায় বামনশুর থেকে দেওয়ান বাড়ি হয়ে নরুন্দি সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। বাসিন্দারা জানান, বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও দৃশ্যমান কোন সুফল পাওয়া যায় নি।

সরেজমিনে দেখা যায়, বামনশুর থেকে দেওয়ান বাড়ির দিকে আসাতে রাস্তায় মাত্র ২০০ মিটার আরসিসি ঢালাইয়ে ১২টি ম্যানহোল আছে। এরমধ্যে চুরি হয়ে গেছে ৮টি ম্যানহোলের ঢাকনা। ফলে প্রায় প্রতিদিনই এ সড়কে ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় নুরুল আফসার জানান, গত ২ বছড় আগে এ রাস্তার ঢালাই কাজ শেষ হয়েছে। রাস্তাটি চালু হওয়ার পরপরই ম্যানহোলের ঢাকনাগুলো চুড়ি হওয়া শুরু হয়। একটি একটি করে একসময় ৮ টি ঢাকনাই চুরি হয়ে যায়। প্রায়ই অটোরিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে মানুষ আহত হচ্ছে।

আটিবাজার পাচদোনা এলাকার বাসিন্দা খোকন মিয়া জানান, কয়েকদিন আগে আমার বড় ভাই সিরাজ মিয়াকে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার সময় রিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে ড্রাইভারসহ ৩ জনই আহত হয়েছি।

এ বিষয়ে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাস্তা উদ্বোধনের পরপরই ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়ে যায়। পরে এগুলো পুনরায় লাগানো হলেও এ রাস্তা দিয়ে প্রতিদিন ভাড়ি ট্রাক চলাচলের কারনে অনেক ম্যানহোলের ঢাকনাই ভেঙে গেছে। লোহার দাম বেশি হওয়ায় ভাঙা ঢাকনাগুলো আশপাশের নেশাগ্রস্থ ছেলেপেলেরা চুরি করে নিয়ে গেছে। ম্যানহোলের ৮ টি ডাকনার ব্যপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এতোগুলো ঢাকনা একসাথে নেই এটি আমি জানতামই না। জনস্বার্থে এগুলো খুব দ্রুতই লাগিয়ে দেয়া হবে। আর ভবিষ্যতে যেন চুরি না হয় সে ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
১২ মে ২০২৪ বিকাল ০৫:১৩:০৪







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮