• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩০:১৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩০:১৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক ১

১০ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫৬:৫৬

কক্সবাজারে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে উখিয়ায় অস্ত্র ও কার্তুজসহ আরিফুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৫। ৯ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, উখিয়া থানার হলুদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মরিচ্যা এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব ওই বিজ্ঞপ্তিতে আরও জানায়, আরিফ টেকনাফের নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা। আরিফ এবং তার অন্য দুই ভাই মুহিত কামাল ও কুলু মিলে ওই এলাকার সমস্ত অপহরণ ও মানবপাচার নিয়ন্ত্রণ করে থাকে। সম্প্রতি তার ভাই মুহিত কামাল পাঁচজন সহযোগীসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতার আরিফুল ইসলামের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ২টিসহ মোট ৪টি মামলা রয়েছে।

গ্রেফতার আসামিকে আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ