• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৭:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৭:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে জানাযা নামাজ থেকে চুরি হওয়া ৭ মোবাইল উদ্ধার

৯ আগস্ট ২০২৩ রাত ০৮:৩০:৩৮

শিবচরে জানাযা নামাজ থেকে চুরি হওয়া ৭ মোবাইল উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাযায় ১ মোবাইল চোরকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. সুমন মোল্লা (৩০)। সে মাদারিপুর ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে।

জানা যায়, পেশায় হকার এ চোর ঢাকার জুরাইনে থাকলেও চোর চক্র গড়ে দেশের বিভিন্ন স্থানে মোবাইল চুরি করেন। মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে চুরি হওয়া ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মো. শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর মো. জসিম (৪০), ঢাকার পল্লবীর মো. আনিচ (৩৬)। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে এক সংবাদ সম্মেলনে নিশ্চত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার বাদ যোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাযায় হাজারো মানুষ অংশ গ্রহণ করে। এ সময় প্রচন্ড ভীড়ের মধ্যে বেশ কয়েকটি মোবাইলফোন চুরি হয়। এক পর্যায়ে সুমন মোল্লা নামের ঐ যুবক জানাযার নামাজের ইমাম বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ঐ চোরকে ধরে পুলিশে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এসময় সুমন জানায় তারা ৪ জনের একটি দল জানাজার নামাজে কয়েকটি মোবাইল ফোন চুরি করেছে। তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে চুরি হওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে।

ওসি আরও জানান, চোরের এ দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের জানাজার নামাজকে টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিস্কার পাঞ্জাবি, পায়জামা পরে জানাজার নামাজে অংশ গ্রহণ করে যাতে কেউ সন্দেহ না করে।  এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে ভিন্ন-ভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ