• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪১:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪১:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

৮ আগস্ট ২০২৩ বিকাল ০৩:১০:৪১

কালাইয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয় দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা চত্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয়  মহিলা সংস্থার পক্ষ থেকে ৮ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে দুপুর ১২ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হেলালউদ্দিন মোল্লা, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা কৃষক লীগের সভাপতি বাবু মুনিশ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ছানাউল হক ছানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস রত্না রশীদ ও সাধারণ সম্পাদক মিসেস মেরি আক্তার, মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আখতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুবিনুল হক মুবিন।

পরে উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ