• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৩:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৩:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে প্রস্তুত ৬ আশ্রয়কেন্দ্র

৭ আগস্ট ২০২৩ বিকাল ০৪:০৫:৫৯

রাজস্থলীতে প্রস্তুত ৬ আশ্রয়কেন্দ্র

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেছেন, উপজেলার ৩টি ইউনিয়নে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন‍্য ৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে । ৭ আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি এটি নিশ্চিত করেছেন।

আশ্রয়কেন্দ্রগুলো হলো- রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, মিতিঙ্গাছড়ি পাড়া বেসরকারি  প্রাথমিক বিদ‍্যালয়, বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ‍্যালয়, লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, ডাকবাংলা পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় এবং নাইক্যছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়- পাহাড়ি ঢল ও পাহাড় ধ্বস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। প্রবল বর্ষণে জানমালের ক্ষতি কমিয়ে আনতে ৬ টি আশ্রয়কেন্দ্র, দুর্গম অঞ্চলের জন‍্য রেডক্রিসেন্টের যুব টিম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্গম পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার জন্য উপজেলা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে সচেতন করছে। এছাড়া সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতেও প্রচারনা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তায় শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্যোগ এলাকায় সবাইকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে জরুরী কোন সমস্যা হলে জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।

তিনি আরও বলেন, প্রতিটি আশ্রয় কেন্দ্রে রাতের খাবার ও সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম সর্বাত্বক প্রস্তুত রাখা হয়েছে। যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকতে তারা বদ্ধপরিকর ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ