• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:১৪ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:১৪ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় অর্ধ কিলোমিটার রাস্তায় দুর্ভোগ কয়েকশ গ্রামবাসীর

৬ আগস্ট ২০২৩ সকাল ০৯:২৯:৫০

রায়পুরায় অর্ধ কিলোমিটার রাস্তায় দুর্ভোগ কয়েকশ গ্রামবাসীর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলার চর আড়ালিয়ার একটি কাঁচা সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকশ গ্রামবাসীর। কর্তৃপক্ষ বলছেন, রাস্তাটি দ্রুত উন্নয়নের জন্য সকল কাগজপত্র উপরে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রফিক কাজীর বাড়ি থেকে নৌকা ঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার একটি কাঁচা রাস্তা। এই সড়কের পাশেই রয়েছে চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর আড়ালিয়া ঈদগাঁ মাঠ, দুইটি মসজিদ ও মহিলা মাদ্রাসা। এছাড়াও এই সড়ক দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন নরসিংদী জেলা শহরে প্রতিদিনই যাতায়ত করেন। একটু বৃষ্টি হলেই কাদায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ।

এ ব্যাপারে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার জানান, সড়ক উন্নয়নের জন্য প্রকল্প দেয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।

রায়পুরা উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না জানান, আমি নিজেও দেখছি, সড়কটির অবস্থা খুবই নাজুক। এটি উন্নয়নের জন্য সকল কাগজপত্র জমা দেওয়া আছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭