• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৩:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৩:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পবিপ্রবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ১

৫ আগস্ট ২০২৩ রাত ০৮:২৭:৫৯

পবিপ্রবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ১

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৫ আগস্ট শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় যশোর জেলার মনিহার থেকে আসা রাকিবুল আহম্মেদ নামের পরীক্ষার্থী প্যান্টের নিচে আন্ডারওয়ারে পকেটে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। হলের নিরাপত্তায় থাকা সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান বহিষ্কৃত ছাত্রকে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের সমাধান করার সময় হাতানাতে আটক করেন। পরে তাকে পরিক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।  

তিনি বলেন, ইউজিসির নিয়ম অনুসারে পরিক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। সুতরারং আমরা তাকে বহিস্কার করেছি।

জানা যায়, ঐ পরীক্ষার্থী মেসেঞ্জারে মাধ্যমে পরীক্ষার প্রশ্ন  খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একজন শিক্ষকের কাছে পাঠায়। ঐ শিক্ষক ভিডিও ক্লিপের মাধ্যমে উত্তর তাকে উত্তর পাঠাতে থাকে এবং বহিষ্কৃত পরীক্ষার্থী ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে পরীক্ষার খাতার উত্তর লিখতে থাকে। এমন সময় সে হল পরিদর্শকের কাছে ধরা পড়েন।

ভর্তি পরিক্ষা উপলক্ষে পবিপ্রবি থেকে গঠিত কমিটির আহ্বায়ক  অধ্যাপক ফজলুল হক বলেন, বিশ্বিবদ্যালয়ের প্রক্টর এবং অন্যান্যদের উপস্থিতিতে ঐ পরিক্ষার্থীর পরিক্ষা বাতিল করে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার আদেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ