• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:০৫:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:০৫:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে এখনো কাঁচা মরিচের কেজি দুইশ টাকা

৫ আগস্ট ২০২৩ সকাল ১১:৫৮:০৩

সৈয়দপুরে এখনো কাঁচা মরিচের কেজি দুইশ টাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে এখনো এক কেজি কাঁচা মরিচের দাম দুইশ থেকে দুইশ বিশ টাকায় বিক্রি হচ্ছে। শহরের বাইপাসে পাইকারী বাজারে এক কেজি কাঁচা মরিচের দাম কিছুটা কমে বিক্রি হলেও শহরের খুচরা বাজারে এর দাম নেয়া হচ্ছে কেজি প্রতি দুইশ টাকা থেকে দুইশ বিশ টাকা পর্যন্ত। কোনো কোনো ব্যবসায়ী নিজের ইচ্ছেমত দাম নিয়ে থাকেন ক্রেতাদের কাছ থেকে, এমন অভিযোগও রয়েছে।

সৈয়দপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুল হক জানান, বাজারে মরিচের সরবরাহ বেশি থাকলে দাম কমে আসে। আর সরবরাহ কম হলে দাম বাড়ে। এবছর বাজারে কাঁচা মরিচের দাম ছিল আকাশ ছোঁয়া। মরিচের দাম এত বেশি হবে তা আমরা কল্পনাও করতে পারি নাই। এক কেজি মরিচের দাম চারশ’ টাকার বেশিও বিক্রি করেছি।

ক্রেতা মমিনুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০ টাকা কমেছে। গত সপ্তাহে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি ৫০ টাকা দিয়ে। আর আজ কিনলাম ৪০ টাকায়।

রেলওয়ে গেট বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা বাবু বলেন, কাঁচা পণ্যের বাজারের কোনো ঠিক নেই। কখনো কমে আবার কখনো বাড়ে। যখন যে দাম যায় আমরা তার থেকে কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করি। কারণ, অনেক সময় কাঁচা মরিচ পচে নষ্ট হয়ে যায়। আবার অবিক্রিত থাকায় শুকিয়ে ওজন কমে যায়। তখন আমদের লোকসান গুনতে হয়।

সৈয়দপুর কাঁচা বাজারের ব্যবসায়ী মালেক জানান, এখন বাজারে  কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তাই দাম ৪শ’ টাকা থেকে ২শ’ টাকায় এসেছে। সরবরাহ যদি বেশি হয় তাহলে দাম আরো কমবে।

ক্রেতা উজ্জ্বল জানান, কয়েক সপ্তাহ থেকে কাঁচা মরিচ কিনছি ২শ টাকার ওপরে। বাজারে এলে দাম দেখে অবাক হয়ে যাই। কোনোভাবেই যেন এবার কমছে না মরিচের দাম।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪