• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৫:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৫:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টানাবর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা: নাগরিকদের রক্ষায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

৫ আগস্ট ২০২৩ সকাল ০৯:৫৯:৩৩

টানাবর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা: নাগরিকদের রক্ষায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

রাঙামাটি প্রতিনিধি: দু’দিনের টানা বর্ষণে পার্বত্য রাঙামাটি শহরে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় পাহাড়ের পাদদেশে ঝুকিঁপূর্ণ স্থানগুলোতে বসবাসরত নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নানামুখী তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে রাঙামাটির জেলা প্রশাসন। ৪ আগস্ট শুক্রবার দিনব্যাপী রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ, কোতয়ালী থানার অফিসার আরিফুল আমিনসহ প্রশাসনের লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে।

টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই পাহড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। তিনি জানান, পার্বত্য জেলা রাঙামাটিতে দু’দিন ধরে ভারী বর্ষণে ফলে পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেকারণেই পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ