• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৭:৩৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৭:৩৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় বেড়েছে মোটরসাইকেল চুরি

৪ আগস্ট ২০২৩ সকাল ০৮:৪৭:২১

নওগাঁয় বেড়েছে মোটরসাইকেল চুরি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় সম্প্রতি বেড়ে গেছে মোটরসাইকেল চুরির ঘটনা। সর্বশেষ মো. রফিকুল ইসলাম (৪৪) নামে এক যুবকের ১২৫ সিসির একটি পালসার মোটরসাইকেল চুরি গেছে। ১ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার কাজীর মোড় রহমান কলোনী সবুজবাগ আবাসিক এলাকার রাস্তার পাশ থেকে মোটরসাইকেলটি চুরি যায়। এ ঘটনায় তিনি নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী যুবক রফিকুল ইসলাম পৌর সভার চকমুক্তার এলাকার আমজাদ হোসেনর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত অনুমান ৯টায় সবুজবাগ আবাসিক এলাকার রাস্তার পাশে মোটরসাইকেল রেখে প্রাইভেট পড়ানোর জন্য বাসার ভিতরে প্রবেশ করেন। প্রাইভেট পাড়ানো শেষে এক ঘণ্টা পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কেউ তার মেটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর থেকে মাঝে মধ্যেই মোটরসাইকেল চুরি যাচ্ছে। কিন্তু এ কাজের সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে চুরির প্রবণতা ক্রমেই বাড়ছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ