• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১০:৪৭ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১০:৪৭ (15-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভূঞাপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ৩

২ আগস্ট ২০২৩ সকাল ০৮:২৪:২৬

ভূঞাপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ৩

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে বিকাশে মুক্তিপণ আদায় করে ব্যবসায়ীকে মারধর করে পাট ক্ষেতে ফেলে যায় তারা।

খবর পেয়ে ৩ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও ৭-৮ জন পালিয়ে যায় বলে জানা গেছে।

৩১ জুলাই সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, অপহরণের মূলহোতা উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিপাড়া গ্রামের কায়সার মিয়া (২২), ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫), একই পৌরসভার ফসলান্দির সিফাত মিয়া (১৯)। গ্রেফতার এ ৩ জনকে আদালতে প্রেরণ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় , গ্রেফতার কায়সার গোবিন্দাসী বাজারে স্বর্ণের দোকানের পাশাপাশি মাদকের ব্যবসা পরিচালনা করে। ঘটনার দিন নিজ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ১০-১১ জন মাদকসেবীকে নিয়ে পুংলি এলাকায় মাদক সেবন করে তারা। এর পর রাতের বেলায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর পথরোধ করে। ওই ব্যবসায়ীকে মারধর করার পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় নগদ টাকা ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা লেনদেনের পর ব্যবসায়ীকে পাট ক্ষেতে ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে ৭-৮ জন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।

ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুম্মন খান জানান, খবর পেয়ে ওই ঘটনায় ৩ জনকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে তারা ওই ব্যবসায়ীকে মারধর করার পর মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ক্ষেতলালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১৪ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:২৫