• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৪:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৪:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয়া হবে না: এমপি দুর্জয়

৩১ জুলাই ২০২৩ দুপুর ১২:০৬:৩৯

বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয়া হবে না: এমপি দুর্জয়

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ. এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, গাড়ি ভাংচুর, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠ থাকতে হবে।

তিনি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দৌলতপুর-ঘিওর-শিবালয় উপজেলায় মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয়া হবে না। খালেদা জিয়া-তারেক জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সমাবেশ, মিটিং, মিছিলের নামে তারা হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসস্ত্রাস ও নৈরাজ্যে, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা করে। এতে সাধারণ মানুষের জান ও মাল হুমকির মুখে থাকে বলে অভিযোগ করেন তিনি।

৩০ জুলাই রোববার বিকাল ৩ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর বাজারে দলীয় কার্যালয় থেকে নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, বাচামারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন, কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউপি চেয়ারম্যান অ্যাড. ইদ্রিস আলী, চরকাটারী ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা, দিলীপ ফৌজদার, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিনুল ইসলাম চৌধুরী, চকমিরপুর ইউনিয়ন সভাপতি মহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ