• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২০:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২০:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, আটক ১০

৩০ জুলাই ২০২৩ বিকাল ০৪:১৩:৩৯

কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, আটক ১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং কারাগারে আটক থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ঝটিকা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই রোববার দুপুর সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনের ফ্লাইওভারের নিচে ঝটিকা মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির আমির ডাক্তার শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা জেলে আটক ওলামা-মাশায়েখদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

পরে ঢাকা জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী মো. শাহিনুরের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল চুনকুটিয়া মাঠেরকোনা এলাকা প্রদক্ষিণ করে। এ সময় দলটির ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার জামায়াত ইসলামী সভাপতি অ্যাডভোকেট এ আর মন্ডল, ঢাকা জেলা ছাত্রশিবিরের সভাপতি সফিউল আজম, সাধারণ সম্পাদক মইনুল হোসেনসহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মীকে আটক করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝটিকা মিছিল থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ