• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:০৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:০৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকানীকে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা

২৬ জুলাই ২০২৩ রাত ০৯:২০:০৯

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকানীকে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকানির মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বরাদ্ধকৃত নগদ টাকার চেক ও ২ বান্ডিল করে ডেউটিন বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

২৬ জুলাই বুধবার দুপুরের দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকার চেক ও ডেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বিকালে আকস্মিক অগ্নিকান্ডে মাটিরাঙ্গা বাজারের ৭ ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। জানা গেছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে ব্যবসায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ