• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৪:১৪ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৪:১৪ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর শিশু লামের দায়িত্ব নিলেন ইউএনও

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৬:২৮

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর শিশু লামের দায়িত্ব নিলেন ইউএনও

নীলফামারী প্রতিনিধি: এশিয়ান টেলিভিশন অনলাইনে খবর প্রকাশের পর নীলফামারীর ডিমলায় আলোচিত শিশু লাম ও তার পরিবারের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। ২৫ জুলাই  মঙ্গলবার এশিয়ান টিভি অনলাইনে ‘শিশু লামের বাদাম বিক্রির আয়ে চলে পরিবার’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়।

খবরটি দৃষ্টিগোচর হয় ডিমলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের। তিনি ২৬ জুলাই মঙ্গলবার লাম ও তার পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে মঙ্গলবার উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিসে তিনি শিশু লামের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং নগদ ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, লাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা গ্রামের সহিদার রহমানের ছেলে এবং নাউতারা এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। শৈশবেই স্কুল ব্যাগ ছেড়ে তাকে কোধ তুলে নিতে হয়েছিলো বাদামের ডালা। তার বয়স যখন ৭ বছর তখন মা মারা যায়। ফলে এই বয়সেই সে ফেরি করে বাদাম বিক্রি শুরু করে।

মঙ্গলবার এশিয়ান টিভি অনলাইনে এ নিয়ে একটি খবর প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের দৃষ্টি গোচর হয়। পরে  তিনি লামের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তার পরাশুনার দায়িত্ব গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ