• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৬:১৭ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৬:১৭ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

২২ জুলাই ২০২৩ রাত ০৯:১৫:৪৯

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এম খায়রুল ইসলাম পলাশ: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দূর্ঘটনায় বাস উল্টে ১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জন। নিহতেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন , আহত ২৫। ফায়ার সার্ভিসের ৩ সদস্য উদ্ধার অভিযানে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি। পথে উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌছালে সকাল সাড়ে ১০ টার দিকে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশে ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়। দূর্ঘটনায় নিহত হয় ১৭ জন যাত্রী। নিহতদের মধ্যে শিশু, বৃদ্ধ ও নারীর সংখ্যাই বেশি। জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌছালে ফায়ারসার্ভিস ও পুলিশ সদস্যসহ স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে। ফায়ার সার্ভিস পুকুরের পানি সড়িয়ে ফেলার কাজ করছে। গাড়ীতে কতজন যাত্রী ছিলো তা নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্টরা। এ ঘটনায় জেলা প্রসাশনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ শুরু করেছে জেলা প্রসাশন।

এ ঘটনায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের সমন্নয়ক আলহাজ আমির হোসেন আমু এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩