• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৫:৪৫ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৫:৪৫ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গাবালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ জনকে জরিমানা

১৬ জুলাই ২০২৩ বিকাল ০৩:০৩:৫৬

রাঙ্গাবালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ জনকে জরিমানা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: চাঁদাবাজি ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৫ জুলাই শনিবার উপজেলার সোনারচরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেক মুহিদ। অভিযানে কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগ অংশ গ্রহণ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৫০০ মিটার চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় নিখিল, লিমন হাওলাদার, আলম হাওলাদার ও আলতাফ হাওলাদারকে। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৮ হাজার টাকা জরিমান করে। ধ্বংস করা হয় জব্দ করা প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের জাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেক মুহিদ জানান, সোনারচরসহ উপজেলার অন্যান্য চরগুলো মাছ ধরার জন্য উন্মুক্ত। এসব চরে যে কেউ চাইলেই মাছ ধরতে পারেন। যারা চাঁদা দাবি করছে বা ভবিস্যতে করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ ধরনের অভিযান ভবিস্যতেও চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ