• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:০৬:৩৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:০৬:৩৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজিপুরের মেঘাই এলাকায় আবারও নদী ভাঙন: আতঙ্কে স্থানীয়রা

১২ জুলাই ২০২৩ বিকাল ০৩:২৮:৫৪

কাজিপুরের মেঘাই এলাকায় আবারও নদী ভাঙন: আতঙ্কে স্থানীয়রা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৪ দিনের ব্যবধানে স্পার বাঁধের পর আবারও ভাঙন শুরু হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বাঁধে। এতে আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা। ১১ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মেঘাই ১নং সলিড স্পারের উত্তর-পশ্চিম অংশে নদী রক্ষা বাঁধের অন্তত ১৫০ মিটার এলাকায় ধ্বস নামে। এ বাঁধটি দ্রুত মেরামত করা না হলে কাজিপুর থানা, খাদ্য গুদাম, মডেল মসজিদসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়বে বলে আশংকা করছেন স্থানীয়রা।

ভাঙনের খবর পেয়ে রাত ৩ টায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

স্থানীয়রা জানান, বিধি-নিষেধ থাকা স্বত্বেও নদীর কুলে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও শুষ্ক মৌসুমে নদীর বাঁধ মেরামত না করায় বারবার ভাঙনের কবলে পড়ছেন তারা। একই সাথে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাধেঁর তীরবর্তী স্থানীয় বাসিন্দারা।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, রাত ৩ টার দিকে ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তৎক্ষণাৎ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। ইতোমধ্যে ভাঙনরোধে কাজ শুরু করা হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৬ টা থেকে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছেন। বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে কাজ করে যাচ্ছে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ