• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৩:১৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৩:১৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে ধর্ষণ মামলায় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

১০ জুলাই ২০২৩ দুপুর ০১:১০:০২

নাটোরে ধর্ষণ মামলায় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিজানুর রহমান (৩১) নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। ৯ জুলাই বোরবার রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে মিজানুর রহমান। তিনি ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। ম্যাসেঞ্জারে কথাবার্ত বলার সময় সে বিশ্বাস জমিয়ে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে শারীরীক সম্পর্কের প্রস্তাব দেয়। কিন্তু ভিকটিম তার কুপ্রস্তাবে রাজি হয় না। এসময় সে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ভিকটিমের কাছে থেকে বিভিন্ন মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়,  পরে তার ধারণ গোপন ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে ১২মে ভিকটিমের বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্ব্বক ধর্ষণ করে। ভিকটিমের কাছে থেকে ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দু’দফার ভিকটিমের কাছে থেকে ৩৩ হাজার টাকা নেয়। এরপরও সে ভিকটিমের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকলে ভিকটিম বাদি হয়ে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। ভিকটিমের এজাহার দায়ের করার পর হতে আসামি মো. মিজানুর রহমান গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। র‌্যাব বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই বোরবার তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০