• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৪:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৪:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে ‘আমিই বাংলাদেশ’ সম্মাননা প্রদান

৭ জুলাই ২০২৩ রাত ০৮:০৯:২৫

শরীয়তপুরে ‘আমিই বাংলাদেশ’ সম্মাননা প্রদান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।

৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০২ জন কৃতি শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সম্মাননা হিসেবে উত্তরীয়, ডিও লেটার ও ৫ হাজার টাকা অনুপ্রেরণা মূলক সম্মাননা উপহার প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা প্রদানের মাধ্যমে সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যতের কাণ্ডারীদের মধ্যে বপন করাই এ সম্মাননার উদ্দেশ্য। যাতে করে আজকের শিক্ষার্থীরা সুনাগরিক ও মানব সেবক হিসেবে তাদের পদচিহ্ন রেখে যেতে পারে। ভবিষ্যতের কাণ্ডারীদের হাত ধরেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯