• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০১:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০১:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করলে কঠোর ব্যবস্থা: বিইআরসি চেয়ারম্যান

৭ জুলাই ২০২৩ দুপুর ১২:৫৭:১২

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করলে কঠোর ব্যবস্থা: বিইআরসি চেয়ারম্যান

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, ভোক্তা পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দামে বোতলজাতকৃত এলপিজি গ্যাস বিক্রি না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৬ জুলাই বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

মো. নূরুল আমিন বলেন, আমরা ১২ কেজির সকল প্রকার বোতলজাতকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে নির্ধারণ করে দিয়েছি ৯৯৯ টাকা। কিন্তু মানিকগঞ্জে খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত  নেয়া হচ্ছে । অপরদিকে ডিলাররা বিক্রি করছেন ৯৯০ টাকায়। আমরা এগুলোর ডকুমেন্ট নিয়ে যাচ্ছি। এটা নিয়মের মধ্যে পড়ে না। আমি সব তথ্য নিয়েছি। ঢাকায় গিয়ে আমরা কোম্পানিগুলোর সাথে বৈঠক করবো। ভোক্তা পর্যায়ে সারাদেশে একই দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, এলপিজি গ্যাসের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এটা এ্যানার্জি কমিশন করে দেয়নি; সব কোম্পানির সাথে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবের কন্ট্রাক্ট প্রাইজের উপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। সৌদি আরব মূল্যটা কমিয়েছে বলেই আমরা কমাতে পেরেছি। তাই এই মূল্যে কোম্পানিগুলো তাদের গ্যাস বিক্রি করতে বাধ্য।

এসময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ