• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৯:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৯:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরের প্রধান সড়কের বেহাল দশা: গাছ ফেলে স্থানীয়দের মানববন্ধন

৩ জুলাই ২০২৩ বিকাল ০৩:৪৭:২০

নাটোরের প্রধান সড়কের বেহাল দশা: গাছ ফেলে স্থানীয়দের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোর-বাগাতিপাড়ায় প্রধান সড়কের বেহাল দশা। বিহারকোল থেকে মালঞ্চী বাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে এ অবস্থার কারনে স্থানীয়রা রয়েছে চরম ভোগান্তিতে। এরই প্রতিবাদে ২ জুলাই রোববার সকালে পৌরসভার সোনাপাতিল এলাকায় গাছ ফেলে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। পরে পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিনের আশ্বাসে গাছ সরিয়ে নেয় বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি উপজেলার প্রধান ও জনগুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। এ সড়কে প্রতিদিন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, উপজেলার সরকারি সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, রোগী বহণকারী গাড়ি, আশেপাশের উপজেলাগুলোর হাজার-হাজার মানুষ ও গাড়ি চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে চলাচলকারীরা। আবার সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে সড়কটি। তাই দ্রুতই এ সড়কের সংস্কারের দাবি জানিয়ে কর্মসূচিতে কঠোর হুশিয়ারি দিয়েছেন বক্তারা।

স্থানীয় সোনাপাতিল মহল্লার রুহুল আমীন বলেন, মেয়র মহোদয়ের আশ্বাসে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে স্থানীয়দের নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ