• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৫১:০৭ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৫১:০৭ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিএইচসিপি গেছেন দাওয়াতে

২ জুলাই ২০২৩ রাত ০৯:৪৮:১২

কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিএইচসিপি গেছেন দাওয়াতে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে সরকারি কর্মচারীরা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকে।

২ জুলাই রোববার সকাল থেকেই এ ক্লিনিকে রোগীরা এসে ক্লিনিক বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। কারণ আর কিছুই না! দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডর (সিএইচসিপি) গেছেন দাওয়াত খেতে তাই ক্লিনিক বন্ধ। ক্লিনিকে ঝোলানো তালা দেখে সেবা না নিয়েই ফিরে গেছেন সকল সেবা প্রত্যাশীরা।

অভিযোগের ব্যপারে কথা হয় মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইলিয়াস গাজীর সাথে। তিনি বলেন, ক্লিনিক মাঝে-মাঝে বন্ধ থাকে। আজকে সিএইচসিপি অফিসিয়াল কোন কাজ আছে কিনা আমি সঠিক জানি না। এখানে আসলেই কিছু ত্রুটি আছে। কয়েকদিন আগে গলাচিপা থেকে ডাক্তার এসে দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপিকে মৌখিকভাবে সতর্ক করে গেছেন। তারপরও কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না।


সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, এলার্জি, জ্বর ও ঠান্ডাজনিত সম্যসা নিয়ে ক্লিনিকে এসেছেন। কিন্তু ক্লিনিক বন্ধ থাকায় বাধ্য হয়ে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। হাফসা নামের একজন রোগী জানালেন আরও একবার এসে এভাবে ফিরে যেতে হয়েছে।

অভিযোগের ব্যপারে কথা হয় মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. নাইমের সাথে। তিনি বলেন, আমি ক্লিনিকের কাছেই ছিলাম। পাশের এক বাসায় আমাকে দাওয়াত দিয়েছিলো। সেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম।

অভিযোগের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (গলাচিপা-রাঙ্গাবালী) ডা. মেজবাহ উদ্দিন বলেন, মৌডুবীতে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা একটা বড় বাধা। তবে ক্লিনিক বন্ধ থাকে এমন অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে অবশ্যই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, বিষয়টি আমি মাত্রই জানলাম। সংশ্লিষ্ট দফতরে আমি এ ব্যপারে কথা বলবো। ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে আনুষ্ঠানিক তদন্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ