• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:৪৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:৪৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: এমপি গোপাল

২ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৫:৪৫

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: এমপি গোপাল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ। অন্য কারও হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে এখন বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের আওয়াজ পৌঁছে দিয়েছেন। তাঁর হাত ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে মহিমান্বিত হয়েছে বাঙালি জাতি, ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন। স্বীয় সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের গুণে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে এখন তার পরিচিতি। এই পথপরিক্রমা ধরে রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে দেশের শাসন ক্ষমতা চলে গেলে দেশ ও দেশের মানুষ অনিরাপদ হয়ে পড়বে। তাই স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অবস্থাতেই তাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

২ জুলাই রোববার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে এমপি গোপাল এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত  হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজড এবং থ্যালসেমিয়া ৩০জন রোগীদের ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪