• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৮:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৮:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যমুনার অব্যাহত ভাঙ্গণে স্কুলসহ শতাধিক বাড়িঘর নদীগর্ভে

১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩:৫৪

যমুনার অব্যাহত ভাঙ্গণে স্কুলসহ শতাধিক বাড়িঘর নদীগর্ভে

নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে অবস্থিত ১৩১নং সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা নদীর অব্যাহত ভাঙ্গণে গত ৭দিনে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার ৩টি ইউনিয়নের ৯টি গ্রামের স্কুলসহ শতাধিক বাড়িঘর,অসংখ্য গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে অনেকেই গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে অতিকষ্টে বসবাস করছে।

নদী ভাঙ্গণের আক্রান্ত গ্রামগুলো হলো- বাঘুটিয়া ইউনিয়নের চরনাকালিয়া, বিনানুই, চর সলিমাবাদ, ঘোড়জান ইউনিয়নের ফুলহারা, মুরাদপুর, চর ধীতপুর, উমারপুর ইউনিয়নের বাউশা, মিনিদা ও ধুবুলিয়া গ্রাম।

অপরদিকে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রাম সংলগ্ন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ পশ্চিমপাড়া গ্রামের ১৩১নং সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভাবনের আংশিক শনিবার সকালে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ বিদ্যালয়টি নাগরপুর উপজেলার মধ্যে হলেও সীমান্তবর্তী হওয়ায় এখানে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের অধিকাংশ শিক্ষার্থী পড়ালেখা করে। স্কুলটি ভেঙ্গে যাওয়ায় এ সব কমলমতি শিশুদের পড়ালেখা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে সলিমাবাদ পশ্চিমপাড়া গ্রামের ১৩১নং সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, এ বিদ্যালয়ে আগে ৩ শতাধিক শিক্ষার্থী ছিল। আশপাশের গ্রামগুলি যমুনা নদীর ভাঙ্গণে বিলিন হয়ে যাওয়ায় এখন শিক্ষার্থী কমে ১৬৪ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, এ বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক রয়েছে। পুরাতন বভনটি জড়াজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর ৯৭ লক্ষ টাকা ব্যয়ে ১০০ ফুট লম্বা একতলা এ ভবনটি  নির্মাণ করা হয়। ভবনটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় শিশুদের পাঠদান ব্যাহত হয়ে পড়েছে।

তিনি আরও জানান, এর আগে গত রোববার পুরাতন ভবনটি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

আব্দুস সামাদ আরও বলেন, এ মাসের ৯ জুলাই পর্যন্ত বিদ্যালয় ছুটি আছে। ছুটি শেষে স্কুলটি অন্যত্র সরিয়ে নিয়ে পাঠদান শুরু করা হবে। নাগরপুর উপজেলার তিনটি ইউনিয়ন সলিমাবাদ, ভারড়া ও দপ্তিয়র ইউনিয়নে ভাঙ্গণে নিঃস্ব হয়ে পড়েছে শত শত মানুষ। বাড়িঘর হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, প্রায় পাঁচ বছর ধরে সলিমাবাদ এলাকায় যমুনার ভাঙ্গণ চলছে। এতে এ পর্যন্ত চার শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি যমুনা নদীতে বিলিন হয়ে গেছে।

এ দিকে চৌহালীর খাষপুখুরিয়া হতে চর সলিমাবাদ পযন্ত  নদীতীর সংরক্ষণ বাঁধের কাজ শুরু হয় ২ জুন। এর উদ্বোধন করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। উদ্বোধনের ১৩দিনের মাথায় নির্মানাধীন বাঁধ এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ২  শ্রমিককে কারাদণ্ড ও বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেন। ফলে এ অংশে ভাঙ্গণের তীব্রতা আরও বেড়েছে। অপরদিকে কাজ বন্ধ করে দেয়ার প্রতিবাদে  চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণ দাবীতে ১৫ ও ১৭ জুন  এলাকাবাসি ওই বাধ নির্মাণ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আমি বাঁধ নির্মাণ কাজ বন্ধ করিনি। ভাঙ্গণ কবলিত এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যহত থাকায় চৌহালী এলাকায় ব্যাপক ভাঙ্গণ শুরু হয়েছে। এ ভাঙ্গণ রোধে অচিরেই বস্তা ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ