• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫২:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫২:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

২৭ জুন ২০২৩ বিকাল ০৫:০৪:৩২

নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম সোহান হোসেন (১৯)। সে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

২৭ জুন মঙ্গলবার সকালে অপহৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আর গ্রেফতার যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণকারী যুবককেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্কুলছাত্রীকে সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি অন্য ধর্মের হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান না করে উল্টো ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবারকে নানাভাবে হুমকি দেন।

পুলিশ আরও জানান, গত ২ জুন ওই স্কুলছাত্রী বাড়ির খলিয়ানে ঝাড় দেওয়ার কাজ করছিল। আর পরিবারের লোকজন বিভিন্নকাজে বাহিরে ছিলেন। এই সুযোগে কয়েকজনের সহযোগীতায় সোহান ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। মেয়ের পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রাণীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। আর অপহরণকারী সোহানকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ