• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৩:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৩:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড

২৬ জুন ২০২৩ সকাল ১১:৩৮:০৪

ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুন রোববার দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মধ্যরাতে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত হয়েছেন উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী ভুট্টো।

ভ্রাম্যমাণ আদালতের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ