• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৮:২৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৮:২৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম

চট্টগ্রামে ৪ অনিবন্ধিত আইপি টিভি সিলগালা

২৬ জুন ২০২৩ সকাল ০৮:১৭:১৫

চট্টগ্রামে ৪ অনিবন্ধিত আইপি টিভি সিলগালা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অনিবন্ধিত ৪ টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের (আইপি টিভি) কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুন রোববার দুপুরে এসব টিভির কার্যালয় সিলগালা করে দেয়া হয়। জব্দ করা হয় এসব চ্যানেলের কারিগরি যন্ত্রাংশ।

অভিযানে সিলগালা করে দেয়া আইপি টিভিগুলো হলো, সি প্লাস টিভি, সি ভিশন, 24 TV ও SB টিভি।

এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে অনুমোদন ছাড়া বেশকিছু আইপি টিভি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। রোববার দুপুরের এমন কয়েকটি আইপি টিভির কার্যালয়ে অভিযান চালানো হয়। লাইসেন্স নেই এমন আইপি টিভির তালিকা তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যালয়গুলোতে পাওয়া যায়নি দায়িত্বশীল কাউকে। ফলে কার্যালয় সিলগালার পাশাপাশি জব্দ করা হয়েছে ক্যামেরা, এডিটিং কম্পিউটারসহ অন্যান্য কারিগরি যন্ত্রাংশ।

রোববারের অভিযানে সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, 24 TV, SB টিভিসহ বেশকয়েকটি অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। এসব অনলাইন টিভির কোনো নিবন্ধন বা অনুমোদন নেই। এই চ্যনেলগুলো দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫







কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮