• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৬:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৬:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

২৫ জুন ২০২৩ সকাল ০৮:২৭:২৫

একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অপারেশন ছাড়াই একসঙ্গে ৩ কন্যাসন্তান জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামে এক গৃহবধূ। ২১ জুন বুধবার বিকেলে ঐ গৃহবধুর প্রসব বেদনা শুরু হলে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার উদ্ধেশ্যে এম্বেুলেন্সে তোলা হয়। পথে উপজেলার ইছাপুরে অ্যাম্বুলেন্সে ভেতরেই তার ফুটফুটে ৩ টি কন্যা সন্তান জন্ম হয়।

শিউলি আক্তার কালিহাতী পৌরসভার কালিহাতী থানা পাড়া গ্রামের সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। একসঙ্গে ৩ কন্যা সন্তান হওয়ার আগে এই দম্পতির ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গৃহবধু শিউলি আক্তারের ছোট বোন মুক্তি আক্তার শিল্পী জানান, শিউলির প্রসব বেদনা শুরু হলে বুধবার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐদিন বিকেলে সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অন্যদিকে আরও ২ টি বাচ্চা পেটে থাকায় ডাক্তারের কথামতো শিউলিকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে ইছাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সের মধ্যেই নরমাল ডেলিভারির মাধ্যমে ২ টি কন্যা সন্তানের জন্ম হয়। শিউলি ও তার ৩ নবজাতক এখন সুস্থ আছে।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান জানান, মাসহ ৩ নবজাতকের চিকিৎসার যে কোন প্রয়োজনে স্বাস্থ কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ