• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৫:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৫:১৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান

২১ জুন ২০২৩ সকাল ১০:২৭:১৭

ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমি অত্যন্ত খুশি যে, মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। ইভিএম একটি আধুনিক এবং উন্নত ব্যবস্থা। এই ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন।

তিনি বলেন, নৌকার বিজয়ের ব্যাপারে আমরা আশবাদী। আজ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি বেশ ভালো। আমার দৃঢ় বিশ্বাস- সিলেটের সাড়ে ৪ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোট শেষে নৌকা প্রতীকের বিজয় হবে।

জয়ের ব্যাপারে আশাবাদী সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

আনোয়ারুজ্জামান আরও বলেন, ভোটে যদি আমি নির্বাচিত না হই, তবে যে প্রার্থী নির্বাচিত হবেন তার কাছে আমি প্রথম ফুল নিয়ে যাবো। আমার দল আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং চর্চা করি।

২১ জুন বুধবার সকাল ৮টা ২০ মিনিটে মহানগরের ৮ নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একযোগে ১৯০টি কেন্দ্রে এই ভোট কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১