• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৪:১৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৪:১৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাবাকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ২ ছেলে গ্রেফতার

২০ জুন ২০২৩ রাত ০৮:৫২:৫১

বাবাকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ২ ছেলে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার আপন ২ ছেলে। ১৭ জুন শনিবার নগরীর কাশিমপুরের সারদাগঞ্জ রাইচ মিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। হতভাগ্য পিতার নাম মো. ওসমান ব্যাপারী (৬৫)। ২০ জুন মঙ্গলবার অভিযুক্ত ওসমান ব্যাপারীর ২ ছেলে শরিফ (২৮) এবং মাহাবুব (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, ১৭ জুন শনিবার সন্ধ্যায় দুই ভাই এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের চিৎকার শুনে বৃদ্ধ বাবা ওসমান ব্যাপারী এগিয়ে এলে দুই ভাইয়ের লাঠির আঘাতে চোখ ও নাকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওসামান ব্যাপারি। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসলে ২০ জুন মঙ্গলবার ভোররাতে মারা যান ওসমান ব্যাপারী।

এ ঘটনায় দুই অভিযুক্তের বড় ভাই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় তার ভাইদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সারদাগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনার পর থেকে সোশাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড় বইছে। সবার প্রশ্ন নিজের জন্মদাতা বাবাকে কিভাবে তার সন্তান পিটিয়ে হত্যা করতে পারে? এই দুই কুলাঙ্গার সন্তানের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই দাবী করেছেন স্থানীয়রা।


কাশিমপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. রাফিউল করিম রাফি জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেঠে। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে মৃত ওসমান ব্যাপারীর বড় ছেলে শফিকুল ইসলাম। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে  আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
১২ মে ২০২৪ বিকাল ০৫:১৩:০৪







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮