• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৪:০৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৪:০৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৩

১৯ জুন ২০২৩ রাত ১০:০১:২৪

গুরুদাসপুরে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৩

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে ১৯ জুন সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় সওদাগরপাড়া এলাকার মো. টুকুর ছেলে রবিন হোসেন (১৫) ওরফে ছোট রবিন, খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার মুনছের আলীর ছেলে মো. রাসেল (২৪) ও  একই মহল্লার মনিরুল হকের ছেলে রবিন (২৩) ওরফে বড় রবিন। পুলিশ জানায়, বড় রবিনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে । বিশেষ করে কিশোর ছেলেদের টার্গেট করে কৌশলে নিরাপদ দূরত্বে নিয়ে বলাৎকার করে সে দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে। পরে ভুক্তভোগীকে এ ভিডিও দেখিয়ে পুনরায় বলাৎকারের উদ্দেশ্যে ব্লাকমেইল করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার এসব অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। আটক আসামীদের সোমবার দুপুরে নাটোর কোর্টে প্রেরণ করা হলে কোর্ট তাদের জেলহাজতে প্রাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ