• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫২:৩৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫২:৩৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিসিকের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

১৮ জুন ২০২৩ বিকাল ০৪:৪৬:৫৭

সিসিকের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৮ জুন রোববার সকালে শহরের বিনোদীনি নগর মাতৃসদনে সিলেট সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিবাবকদের আহবান জানান তিনি।

সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডে ৩৪৮ টি টিকা কেন্দ্রে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, কর্মসূচীর আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সিসিক। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে।

সিসিক সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডে ১ টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮ টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২ টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯