• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালভার্ট নয়, এযেন মরণ ফাঁদ

১১ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭:২৩

কালভার্ট নয়, এযেন মরণ ফাঁদ

মো. তৌহিদুর রহমান তুহিন: সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে কালভার্ট ভেংগে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এযেন কালভার্ট নয় মরণ ফাঁদ। কালভার্টটি দ্রুত সংস্কার না করলে,প্রাণঘাতিসহ যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

সরোজমিনে গিয়ো দেখা যায়,উপজেলার ধাপেরহাট ইউনিয়নের রংপুর বগুড়া মহাসড়কের ধাপেরহাট থেকে তিলকপাড়া গ্রাম হয়ে ইদিলপুর ইউনিয়ন যাওয়ার রাস্তাটির, তিলকপাড়া মৌজার আবুল কাশেমের বাাড়ির সামনের রাস্তায়, অনেক আগে নির্মিত একটি কালভার্ট ভেংগে, মরণ ফাঁদে পরিনত হয়েছে।

কয়েক মাস অতিবাহিত হলেও কোনো জনপ্রতিনিধি কালভার্টটি সংস্কারের উদ্যেগ এখনো নেয়নি।

কাঁচামাল উৎপাদনের এলাকা বলে খ্যাত ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়ন, প্রতিদিন ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের হাজারও মানুষজন এবং শত শত অটো, মিশুক, ভ্যান কাঁচা মালা নিয়ে ধাপেরহাটে যাতায়াত করে। অথচ দীর্ঘ দিন অতিবাহিত হলেও ঐ কালভার্টটি আজও সংস্কার করা হয়নি।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, কালভার্ট নয়, এযেন মরণ ফাঁদ। অতি দ্রুত কালভার্টটি সংস্কার করা না হলে, প্রাণঘাতিসহ যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, দিন রাত মাটি নিয়ে দুর্বার ট্রলি গুলো যাতায়াতের কারণেই কালভার্ট ভেংগে গেছে, দ্রুত কালভার্টটি মেরামত করা প্রয়োজন।

এলাকার কৃষক ময়নুল ইসলাম ও সাইদুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙ্গে যাওয়ায় মালামাল নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। দিনে তবুও দেখে চলা যায়, রাতে কখন যে, কোনো গাড়ি পড়ে গিয়ে কোন বিপদ হয় বলা মুশকিল। দ্রুত কালভার্টটি ভালো করা দরকার।

স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন বলেন, কালভার্টটি ভেংগে গেছে তা আমার জানা নাই, বা কেউ বলেনি। দুর্ঘটনা এড়াতে অতিদ্রুত চেয়ারম্যানের সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ