• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:২১:৪০ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:২১:৪০ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভেদরগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

৮ জুন ২০২৩ বিকাল ০৩:৩৮:০১

ভেদরগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

আসাদ গাজী, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

৮ জুন বৃহস্পতিবার সকাল ৭টার সময় উপজেলার ছয়গাও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি কামনা করে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজ আদায় করা হয়।

কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে শরীয়তপুরসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার উদ্যোগে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতের আগে দুই রাকাআত সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন ছয়গাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

নামাজে ইমামতি করেন রামভদ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোকোলা মসজিদের পেশ ইমাম মুফতি তোফায়েল আহমেদ কাসেমি।

এ সময় তীব্র গরম থেকে রক্ষা পেতে শরীয়তপুরসহ সারাদেশের মানুষের জন্য দোয়া করা হয়। এছাড়াও তীব্র গরমে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লাসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ও স্থানীয় সাধারণ জনগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১