• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:৪১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:৪১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সমলয় পদ্ধতিতে ধান চাষে ভাগ্য বদলেছে কৃষকদের,বেড়েছে আগ্রহ

৭ জুন ২০২৩ দুপুর ১২:৪০:১৯

সমলয় পদ্ধতিতে ধান চাষে ভাগ্য বদলেছে কৃষকদের,বেড়েছে আগ্রহ

ফিরোজ হোসেন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা মুখী উদ্যোগ নিয়েছেন। কৃষি কাজকে অগ্রগতি করার জন্য আবিস্কার হয়েছে বিভিন্ন অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। এর ফলে ফসল উৎপাদনে কৃষকের খরচ অনেক কম হচ্ছে। একই সাথে কৃষিতে দিনদিন বাড়ছে ব্যাপক আগ্রহ। অত্যাধুনিক যন্ত্রপাতি মাধ্যমে কম সময়ে, কম শ্রমিক ও কম খরচে ধান চাষাবাদ পদ্ধতি বলতেই সমলয় পদ্ধতিকে বুঝানো হয়।

এ পদ্ধতিতে (সমলয়) কৃষি জমিতে বোরো ধান চাষাবাদে ভাগ্য বদলেছে ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের ৫২ জন কৃষকের। অতিরিক্ত খরচ হওয়ার কারণে বিগত কয়েকবছর ধরে এখানকার কৃষকরা ধান চাষাবাদ ছেড়ে দিয়েছিলেন৷ উপজেলা কৃষি দপ্তর থেকে তাদেরকে নানাভাবে উৎসাহ দিয়ে আবারও ফিরিয়ে এনেছেন ধান চাষে।

এ অঞ্চলের কৃষকরা সরকারি সুযোগসুবিধা পেয়ে এ পদ্ধতিতে ( ব্লক) আকারে বোরো ধান চাষ করে সফলতার মুখ দেখেছেন । এছাড়া ধানের ফলন হয়েছে ভালো। যা দেখে মন জুড়িয়ে যায় কৃষকেদের। এই প্রকল্পের আওতায় ধান চাষের শুরু থেকে ধান কাটা ও ভাঙ্গানোসহ সব ধরণের খরচ বহন করেছে সরকার। এতে ভালো ফলন হওয়াতে কৃষক যেমন খুশি, তেমনি এ পদ্ধতিতে চাষাবাদে বেড়েছে আগ্রহ।

৬ জুন মঙ্গলবার দুপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (সমলয়) চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্থানীয় কৃষকরা উপস্থিত থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পরে কম্বাইন্ড হার্ভেস্টার দ্বারা ব্লকে ধান কাটার উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান৷ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা মন্ডল।

একই দিন বিকেলে ব্লকের ধান কাটা ও সার্বিক বিষয়ে পরিদর্শন শেষে কৃষকের সাথে সভা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন, উপ-পরিচালক ডক্টর মো. হযরত আলী।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, আক্তার হোসেন, অমিত হোসাইন অন্তু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাওসার হোসেন প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১