• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০১:০৯:২৫ (24-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০১:০৯:২৫ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রামে বৃক্ষ নিধন ও কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

৬ জুন ২০২৩ সকাল ১১:২৩:১৯

কুড়িগ্রামে বৃক্ষ নিধন ও কোচিং বাণিজ্যের  প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজশে অর্ধশত বর্ষী ২২টি বৃক্ষ নিধন ও কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন সোমবার দুপুরে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সড়কের আন্ধারীঝাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে এই মানববন্ধন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

এ সময় বক্তব্য রাখেন আমরা করবো জয়-এর সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সোলায়মান আলী, শাহিন আলম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ মন্ডল এবং কোচিংবাণিজ্যের পৃষ্ঠপোষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ কমিটির ৮ জন সদস্যের যোগসাজোসে বিদ্যালয়ের ৫০ বছর বয়সী মেহগনি ও ইউক্লাপ্টাসমিলে ২২টি গাছ ১০ লাখ টাকা মূল্যে বিক্রি করে খাতা-কলমে ২ লাখ ৮০ হাজার টাকা দেখিয়ে বাকি ৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, অপরদিকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সাথেই একটি নিউরন কোচিং সেন্টার খুলে সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে কোচিং বাণিজ্য করে আসছে। এতে করে এলাকার কোচিংএ না পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক বিঘ্ন ঘটছে।

নাম প্রকাশে অনেক শিক্ষার্থী জানায়, যারা কোচিংএ পড়ে তাদেরকে স্যাররা আলাদা চোখে দেখে, তাদেরকে সবসময় পরীক্ষায় বেশি নাম্বার দেয়। আর আমরা যারা কোচিংএ যাই না তাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা পরীক্ষাতে সবসময় ফলাফলে পিছিয়ে থাকে। এতে করে নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। তাই মানবন্ধনে ওই প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণ দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঢাকা ছাড়লেন কাতারের আমির
২৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৫৮


নগরীতে সিসিকের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা
২৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:২৭


টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক
২৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৫:৪০