• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৯:৪৯ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৯:৪৯ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শরীয়তপুরে বাবার লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

৬ জুন ২০২৩ সকাল ১০:৫২:৪৬

শরীয়তপুরে বাবার লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবা সোহরাব সরদারের (৭০) মৃত্যুর খবর শুনে লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছেলে সোলাইমান সরদারের (৩৮)।

৬ জুন মঙ্গলবার সকালে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ আগে গতকাল সোমবার বিকালে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, নিহত সোলাইমান সরদারের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল বিকালের দিকে সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার মৃত্যুর খবর শুনে বাবার লাশ আনতে শরীয়তপুর সদর হাসপাতালের দিকে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় পিছন থেকে ছুটে আসা দ্রুত গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লামিয়া তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৩২


রামগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৫৪