• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১০:১৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১০:১৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি, ৩ ফায়ার ফাইটার আহত

৫ জুন ২০২৩ রাত ০৯:৪৩:০৬

রামপালে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি, ৩ ফায়ার ফাইটার আহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পৃথক ২ টি অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘড়, ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১ টি মুরগির খামার পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ জুন রোববার রাত ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের গোনা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের দোকান, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি, গুদাম ঘর ও চায়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক উত্তম বৈরাগী ও প্রদীপ রায় বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০ টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে। আমরা এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তা দাবী করছি।

অন্যদিকে রাত সাড়ে ৮ টায় একই উপজেলার প্রসাদনগর গ্রামের রেজাউলের বাড়ীতে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ও একটি পোল্ট্রি খামার ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, ২ টি ঘটনায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটকে ৩ ফায়ার ফাইটার গুরতর আহত হয়েছেন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা ও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে সহায়তার ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩