• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:১৫:০২ (07-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:১৫:০২ (07-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে স্ট্রোক করে যুবদল নেতার মৃত্যু

৬ আগস্ট ২০২৫ সকাল ১১:০৬:২৬

কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে স্ট্রোক করে যুবদল নেতার মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে স্ট্রোক করে ঘটনাস্থলেই যুবদল নেতা ও পরিবহণ ব্যবসায়ী মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে।

মোস্তাক আহমেদ (৪৫) উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, ৫ আগস্ট মঙ্গলবার কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই দুপুর ১২টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ