• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৪০:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৪০:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

৪ জুন ২০২৩ দুপুর ০২:৪০:৩০

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ৪ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গারোবাজার-কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকার মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮) এবং মো. রমজান আলীর ছেলে হাবিব (১৬)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন, আনিসুর রহমানের ছেলে মো. সাদিক (১৮)। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।  তারা তিন বন্ধু ছিলেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।


এ ঘটনায় মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, মোটরসাইকেলে ৩ বন্ধু লেগুর বাজার থেকে গারো বাজার যাচ্ছিলেন। পথে হাজাবাড়ী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যায় এবং আহত হয় আরেক বন্ধু।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯