শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস। “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম” ও এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক এবং কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে পুরস্কার হিসেবে পেয়েছেন।
অনুষ্ঠানে অতিথি বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। পাশাপাশি, তারা দেশের গর্ব এবং আমাদের গর্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available